না বলা কথা রেখেছি তুলে
এ মন উদাসী তোমাকে ছুঁলে,
নাম না জানা কোনো বিকেলে
সে কথা শুনাবো তোমাকে পেলে,
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।
কথা, এ মনে তার কথা আসে
ছবি, দু'চোখে তার ছবি ভাসে,
কথা, এ মনে তার কথা আসে
ছবি, দু'চোখে তার ছবি ভাসে।
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।
ছায়া, এ চারিপাশে তোরই ছায়া
মায়া, এ বুকে জমা কত মায়া,
ছায়া, এ চারিপাশে তোরই ছায়া
মায়া, এ বুকে জমা কত মায়া।
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।