Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tar Hawate Lyrics (তার হাওয়াতে) Imran | Kona | Operation Sundarban Lyrics - Imran Mahmudul

Collection Imran Mahmudul

Tar Hawate Lyrics (তার হাওয়াতে) Imran | Kona | Operation Sundarban Lyrics

 Lyrics Forest   549


Tar Hawate Lyrics (তার হাওয়াতে) Imran | Kona | Operation Sundarban lyrics (Primary language)

না বলা কথা রেখেছি তুলে

এ মন উদাসী তোমাকে ছুঁলে,

নাম না জানা কোনো বিকেলে

সে কথা শুনাবো তোমাকে পেলে,

তার হাওয়াতে চলে যে ডানা

তার হাওয়াতে মন মেলেছে ডানা ..

 

তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি

আনমনে কত কি আঁকি,

তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি

আনমনে কত কি আঁকি।।

 

কথা, এ মনে তার কথা আসে

ছবি, দু'চোখে তার ছবি ভাসে,

কথা, এ মনে তার কথা আসে

ছবি, দু'চোখে তার ছবি ভাসে।

তার হাওয়াতে চলে যে ডানা

তার হাওয়াতে মন মেলেছে ডানা ..

তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি

আনমনে কত কি আঁকি,

তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি

আনমনে কত কি আঁকি।। 

 

ছায়া, এ চারিপাশে তোরই ছায়া

মায়া, এ বুকে জমা কত মায়া,

ছায়া, এ চারিপাশে তোরই ছায়া

মায়া, এ বুকে জমা কত মায়া। 

 

তার হাওয়াতে চলে যে ডানা

তার হাওয়াতে মন মেলেছে ডানা ..

তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি

আনমনে কত কি আঁকি,

তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি

আনমনে কত কি আঁকি।। 

Tar Hawate Lyrics (তার হাওয়াতে) Imran | Kona | Operation Sundarban lyrics in English

Na bola kotha rekhechi tule

E mon udashi tomake chule

Naam na jana kono bikele

Se kotha shunabo tomake pele

Taar hawate chole je daana

Taar hawate mon meleche dana

 

Tar mon tulite ami shoto shopno makhi

Aanmone koto ki anki

Kotha e mone tar kotha ashe

Chobi duchokhe tar chobi bhase

 

Chaya e charipashe tori chaya

Maya e buke joma koto maya

Tar hawate chole je dana

Tar hawate mon meleche daana